ডেস্ক নিউজ:
সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে তায়েফ যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাতে জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মশিউর রহমান (৪৭), তিন মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। এছাড়া গুরুতর আহত হয়েছেন স্ত্রী কবিতা মিলি ও ছেলে সিয়াম (১৪)।
নিহত মশিউর রহমান চট্টগ্রামের সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে। তার ছোট ভায়রা শামসুদ্দিন শাহীন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত কবিতা মিলি ও ছেলে সিয়াম স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।