প্রেস বিজ্ঞপ্তি :
মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে , ফোরামের সভাপতি ইমন সাঈদের সভাপতিত্বে, ১৫ আগষ্ট দিবাগত রাত ১২.০১ মিনিটে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদযাপন করলো বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৭৩ তম জম্ম বার্ষিকী। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল রহমান শান্ত, সহ দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুম, কুয়ালালামপুর মহানগর যুবদল আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল , বাঁশখালী যুবদল নেতা খন্দকার শোয়াইব , নাছির,নুরুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সভাপতি মো:কুতুব উদ্দীন, সাধারন সম্পাদক মোঃজাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক তোফাইদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জয়, আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাজল, মাহবুব কিং, আব্দু শুক্কুর, মুহিন, ইরফান, শুয়াইব, মাঈনুল, জুয়েল, সিমন, শাহাদাত, সহ শতাদিক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ।
অনুষ্টানের সভাপতির বক্তব্যে ফোরামের সভাপতি ইমন সাঈদ বলেন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’কে আওয়ামী বাকশাল সরকার রাজনৈতিক প্রতিহিংসাই মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে । অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল সাজানো মামলা প্রত্যাহার দাবী করছি। পরে হুজুর মৌলানা ইসহাক সাহেব দোয়া মাহফিল পরিচালনা করেন। সকলে মোনাজাতে অংশ নেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া করেন।