সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড.আবু মোঃ ইকবাল রুমী শাহ বলেছেন,মডেল কলেজকে অনুসরণ করবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার সিটি কলেজে শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেকের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ কলেজ পরিদর্শক মোঃ শওকত আলম।
উল্লেখ্য,সারাদেশে ১১টি কলেজকে মডেল কলেজে রুপান্তর করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ লক্ষে সরেজমিন সিটি কলেজ পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক টিম।
জানা গেছে,মনোনীত মডেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নসহ মানোন্নতির জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।