মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে দোয়াতকলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন ৭৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টুপি প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাবিব উল্লাহ পেয়েছেন ৭০৭৮ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৭১৮ ভোট। মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এ তথ্য জানিয়েছেন।

মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং অফিসার এ তথ্য জানিয়েছেন। মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন ৫৪৭ ভোট, চিংড়ি মাছ প্রতীকের আবদুল্লাহ আল নিশান পেয়েছেন ৩৭৯ ভোট এবং আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ শরীফ বাদশা পেয়েছেন ১৪৫ ভোট।

এছাড়া, মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে বই প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু ছালেহ এবং কলস প্রতীক নিয়ে মনোয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ জন। মহেশখালীতে ভোট কাস্ট হয়েছে ১৬০৭২ টি। বৈধ ভোট ১৬০৪৫ টি। বাতিল হয়েছে ২৭টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৬’২৪ ভাগ।