গত ১৯ ফেব্রুয়ারি অনলাইন পোর্টাল সিবিএনসহ জেলার একাধিক পত্রিকায় ” রোহিঙ্গা কেম্পে চাকরি:লাখ টাকা হাতিয়ে নিলো ফারইস্ট বীমা কর্মকর্তা ‘ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।যা সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তার সাথে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই।
প্রকৃত ঘটনা হচ্ছে , আমার অফিসিয়ালি কাজে ঢাকা যাওয়ার সময় আমার আরেক বীমা কর্মকর্তা সিরাজের অনুরোধে তার এক আত্মীয়ের চাকরির আবেদন ফাইল তার কথা মতো সংশ্লিষ্ট অফিসে পৌছে দিই। পরে আমার কাজ শেষ করে যথা সময়ে কক্সবাজারস্থ কর্মস্থলে চলে আসি। এরপর আবেদনকারী কার সাথে যোগাযোগ করে, কি করেছে,না করেছে এবং কার সাথে টাকার লেনদেন করেছে তা আমার জানার প্রশ্নই উঠেনা। কিন্তু উক্ত তারিখে সংবাদ মাধ্যমে মহিউদ্দিন নামের এক ব্যক্তির রেফারেন্সে আমার বিরুদ্ধে এনজিওতে চাকরি দেয়ার প্রলোভনে লাখ টাকা হাতিয়ে নিয়েছি মর্মে অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়। ওই মহিউদ্দিনের আত্মীয়ের অনুরোধ রক্ষা করতে গিয়ে সংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেনস্থা করছে।এমতবস্থায় আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মিথ্যা তথ্য প্রদানকারী থেকে সচেতন ব্যক্তিদের দূরে থাকার অনুরোধ করছি।

প্রতিবাদকারী
জাফর আহমদ
জোনাল ইনচার্জ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:
কক্সবাজার ।