শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৬হাজার ৩শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। শনিবার সকাল ১০টায় উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
এদিকে পৃথক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বানিয়ারছড়ারস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি সাজেন্ট নূরে আলম পলাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।