প্যারিস থেকে সংবাদদাতা:
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ট সদস্য এম একাসেমের প্রয়াত স্ত্রী আ্যডভোকেট জান্নাত রেহেনা মনির আত্মারমাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সেররাজধানী প্যারিসে।
শুক্রবার বাদ জুমা প্যারিসের বাংলাদেশী কমিউনিটি মসজিদঅভারভিলিয়ে জামে মসজিদে এম এ কাসেমের স্ত্রীর আত্মার মাগফিরাতকামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ফ্রান্স আওয়ামীলীগ। এতে উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আবুলকাশেম, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খাঁন লিটন। আওয়ামী লীগইইউ কমিটির সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল্লা আল বাকি, যুগ্ম সম্পাদকমুজিবুর রহমান। আওয়ামী লীগ ফ্রান্স কমিটির উপদেষ্টা মোহাম্মদআলী,সভাপতিমন্ডলীর সদস্য
তাহের ভার ওয়াহিদ,সুনাম উদ্দিন খালেক, জাকির হোসেন ভূঁইয়া, আযমখাঁন, যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, খালেকুজ্জামান, সদস্য শাহনেওয়াজ রানা, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদেরসভাপতি জামিরুল ইসলাম মিয়া, প্যারিস নগর আওয়ামী লীগ নেতাআমিনুল ইসলাম ফারুক সহ মুসল্লীরা উপস্হিত ছিলেন।
উল্লেখ্য: নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামের বাসিন্দাফ্রান্স প্রবাসী এম এ কাসেম সস্ত্রীক জানুয়ারীর ৩ তারিখ দেশে বেড়াতেগিয়েছিলেন। ২২ জানুয়ারী সেনাকুঞ্জে একটি বিবাহ অনুষ্ঠানে তার স্ত্রীহৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরতচিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
২৫ জানুয়ারী বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে বনানীকবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলেসহ বহু আত্বীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।