মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু )

জীবন তুমি যদি চলেই যাবে
কেন তাহলে স্বপ্ন দেখো।

আকাশ তুমি, শুনতে কি পাচ্ছো
আনিসুল হক বাংলার প্রাণ।

তোমার মাঝে তারা হবে,
আলো দিবে বাংলার মাটি কে।

স্বপ্ন দেখবে বাংলার তরুণ
তোমার দেখানো পথে।

কথা যদি হয় ফুলের মালা,
প্রাণ তখন থাকে জনগণের মাঝে।

তুমি যে দেখিয়েছো সবুজ ঢাকা
খোলা আকাশের মেলা।

ভালো থেকো আকাশের মাঝে,
ভালো থেকো তরুণ নায়ক
মেঘের আড়ালে !

লেখক: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।