অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে:
প্রবাসে আমাদের তথা বিশ্ব সংস্কৃতিকে নিজের তথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই ও নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত ও বিকশিত করা এবং সত্য-সুন্দর-আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্যারিসে পিদিম সংস্কৃতি চর্চা কেন্দ্র নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
কমিটি  গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা শুক্রবার (২৪ নভেম্বর) শিল্প ও সংস্কৃতির পাদপীঠ প্যারিসে অনুষ্ঠিত হয়। সভার সভাপতি উত্তম কে, বড়ুয়ার  সভাপতিত্বে ও সংস্কৃত কর্মী অনুপম বড়ুয়া টিপুর সঞ্চালনায়  উপস্থিত সবার সম্মতি ক্রমে উত্তম কে বড়ুয়াকে সভাপতি, অনুপম  বড়ুয়া টিপুকে সাধারণ সম্পাদক এবং দিপু কান্তি  বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ -সভাপতি : আনন্দ মোহন বড়ুয়া
সহ- সভাপতি: পুলক কান্তি বড়ুয়া
যুগ্ম সাধারণ সম্পাদক: রুপব্রত বড়ুয়া রুপেশ
সহ- সাধারণ সম্পাদক: বিপুল বড়ুয়া
সহ- সাংগঠনিক : দেবমিত্র বড়ুয়া দিপু
অর্থ সম্পাদক: সুজয় বড়ুয়া
সহ- অর্থ সম্পাদক: রবি বড়ুয়া
আন্তর্জাতিক  সম্পাদক: ছোটন বড়ুয়া
সহ- আন্তর্জাতিক  সম্পাদক: সুপক বড়ুয়া
সাহিত্য সম্পাদক: রাজীব বড়ুয়া
যুগ্ন সাহিত্য সম্পাদক:মুকুল বড়ুয়া
সহ- সাহিত্য সম্পাদক: জুয়েল বড়ুয়া
সাংস্কৃতিক সম্পাদক: নজল বড়ুয়া
যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক:বাপ্পী বড়ুয়া
সহ- সাংস্কৃতিক সম্পাদক: প্রজেস বড়ুয়া
প্রচার সম্পাদক- পলাশ বড়ুয়া
সহ-প্রচার সম্পাদক- নিলয় বড়ুয়া
মহিলা সম্পাদক: টগর বড়ুয়া
যুগ্ম মহিলা সম্পাদক: স্মরণিকা বড়ুয়া
সহ- মহিলা সম্পাদক: সুস্মিতা বড়ুয়া
সদস্য: রিমা মুৎসুদ্দী,অপরুপ বড়ুয়া অপু,চৌধুরী সবুজ বড়ুয়া, পলি বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুরঞ্জন বড়ুয়া, জুয়েল বড়ুয়া,উন্নয়ন বড়ুয়া।