বিদেশ ডেস্ক:
মিসরের সিনাইয়ে জঙ্গি গোষ্ঠী আইএসের সিরিজ হামলায় ৬ সেনাসদস্যসহ নিহত হয়েছেন ৩০ জন। রবিবার প্রদেশের উত্তরাঞ্চলের শেখ জুয়েদ শহরে ভারী অস্ত্র নিয়ে হামলায় চালিয়েছে জঙ্গিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারী মেশিন গান ও মর্টার নিয়ে হামলা চালানো হয়। জবাবে সোনবাহিনী অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে তাদের পরাস্ত করে। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
সেনাবাহিনী থেকে এক দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। এছাড়া ধ্বংস করা হয়েছে তাদের দুইটি এসইউভি।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় তারা প্রস্তুত।
নিরাপত্তা ও মেডিকেল সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ জন সেনা এই ঘটনায় আহত হয়েছেন। আর এপি জানিয়েছে, সাত জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।
ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস। এরে আগে শুক্রবার মিসরে উপকূলে আইএসের হামলায় ৬ জন নিহত হয়েছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।