হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত টেকনাফের নাফ নদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে ১ ঘন্টা ৫০ মিনিট ব্যাপী যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী বলেন,  ‘১৪ মার্চ সকাল ৯.৩০ হতে ১১.২০ ঘটিকা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ মিয়ানমারের ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ Pyin Phyu ক্যাম্পের DY Htain Lin Maung  এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ২টি গানবোট যোগে বিআরএম-৫ হতে বিআরএম-৭ পর্যন্ত নাফ নদীতে যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়’।

তিনি আরও বলেন ‘এর আগে ২০১৮ সালে প্রথম বারের মতো গত ৫ মার্চ ১০টা হতে ১১টা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নাঃ সুবেঃ মোঃ সৈয়দ এনায়েত আলীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল ২টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ মিয়ানমারের ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ মেগিচং ক্যাম্পের উু ইড় অঁহম এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল ২টি পেট্রোল বোটযোগে বিআরএম-৩ হতে বিআরএম-৫ পর্যন্ত যৌথ সমন্বয় টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে পরিচালনা করা হয়েছিল’।