প্রেস বিজ্ঞপ্তিঃ একুশে পদকপ্রাপ্ত সংঘমনীষা, বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের মাননীয় অধ্যক্ষ, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্ঠা, মহামান্য উপসংঘরাজ, পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের ৮৮তম শুভ জন্মদিন আজ।