শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে বাঁশঘাটা ও বিমান মৌলভীর বাড়ির পাশে, ডিসি সড়কের পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পাগলা কুকুরের কামড়ে বাজার এলাকার দুই ব্যবসায়ীসহ ৬ পথচারী আহত হয়েছে। ১০ জুন রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।আহতদের ঈদগাঁও বাজারের বিভিন্ন ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, ডিসি সড়কের বিমান মৌলভীর বাড়ির সড়কের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী উখিয়া জাদিমুরা এলাকার অমর বড়ুয়ার পুত্র সুজন বড়ুয়াকে তার কর্মস্থলে গিয়ে একটি পাগলা কুকুর কামড় দেয়। কামড় দিয়ে কুকুরটি তার হাতে ঝুলে থাকে। এ অবস্থা প্রত্যক্ষদর্শী কয়েকজন এগিয়ে এসে কুকুরটিকে গাছ ও রড দিয়ে আঘাত করলে তার হাত ছেড়ে দেয়। পরে মর্ডান হারবালের মালিক নতুন অফিসের আবুল হোছন ও বাঁশঘাটার ব্যবসায়ী ছফর আলম ও জাগির পাড়া এলাকার আবু তাহেরসহ আরো ৪ জনকে কামড় দিয়ে আহত করে। মারাত্মক আহত ব্যবসায়ী ছফর আলমকে সদর হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় ক্লিনিকের এক চিকিৎসক জানায়, ছফর আলমের প্রচুর রক্তক্ষরণ হওয়াতে তাকে ভেকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অন্য ৭ জনকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৪ জন পথচারীর পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, বৃহত্তর ঈদগাঁও বাজারে শতাধিক বেওয়ারিশ কুকুর আতঙ্কে বাজারে আগত সওদাপতিরা। তারা জানান, প্রশাসনিকভাবে এ কুকুরগুলোকে নিধন করা না গেলে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।