প্রেস বিজ্ঞপ্তি:
ছোট ছোট পাসে চমৎকার ফুটবল খেলে দাপুটে জয় পেয়েছে মাতারবাড়ি খেলোয়াড় সমিতি। রামুর ঐতিহ্যবাহি ফুটবল দল আবাহনী ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে তারা। এতে প্রথম খেলায় জয় দিলে পয়েন্ট টেবিলে ৩ পয়েন্ট। অন্য দিকে পর পর ২ ম্যাচ হেরে এবারের লীগ থেকে ছিটকে পড়েছে রামু আবাহনী। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত জেলা ফুটবল লীগের শুক্রবারের খেলা অত্যন্ত উত্তেজনা পূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃস্টি আর সামান্য কাদামাটির মাঠে ফুটবল খেলা দেখতে দর্শকের কমতি ছিল না। খেলার প্রথামার্ধে দুই দল ভাল খেললেও কেউ গুলোর দেখা পায় নি। তবে ২ টি সহজ সুযোগ পেয়েছিল মাতারবাড়ি খেলোয়াড় সমিতি সেটা কাজে লাগে পারলে হয়তো অনেক আগেই সস্তি আসতোমাতারবাড়ি শিবিরে। তবে কম যায় নি রামুর খেলোয়াড়রাও মধ্য মাঠে কিছুটা গুছালো হতে পারলেই গোল পেত তারা। তবে বিরতীর পর ঘুরে দাড়িয়েছে মাতারবাড়ির খেলোয়াড়রা খেলার ৪২ মিনিটে আজগর হোসাইন মধ্য মাঠ থেকে একই বল নিয়ে প্রতিপক্ষের গোল কিপারকে বুকা বানিয়ে বল জালে জড়ালে বাধ ভাঙ্গা উল্লাসে ফেটে পরে মাতারবাড়ির সমর্থকরা। এর বৃস্টি ভেজা মাঠে মাতারবাড়ির থেলোয়াড়কে মারাত্বক ভাবে ফাউল করলে আগেও হলুদ কার্ড দেখা আবাহনীর খেলোয়াড় ইমন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরনিত হয় রামু আহাবনী। এর পর ৪৮ মিনিটে আবারো গোল করে দলের জয় নিশ্চিত করে আরমান। এতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাতারবাড়ি খেলোয়াড় সমিতি। আজকের খেলা ঃ ফুটবল ক্লাব মহেশখালী বনাম কোটবাজার খেলোয়াড় সমিতি উখিয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।