এম কেফায়েত উল্লাহ খাঁন, সেন্টমার্টিন দ্বীপ থেকে:

২৭শে সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস।সারাদেশ ব্যাপী আজ এই দিনটি পালিত হয়েছে নানান আয়োজনের মধ্য দিয়ে। দেশের পর্যটন স্থানগুলোতে ছিল পর্যটকদের  ভিড়। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে দেখা দেয় রুম বা আসনের সংকট।

অন্যদিকে, দেশের অন্যতম স্থান দেশ ও বহির্বিশ্বের পর্যটকদের কাছে ব্যতিক্রম জনপ্রিয় স্থান একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।যেখানে দ্বীপটি পর্যটক শূন্য একাকীত্ব পালিত হল বিশ্ব পর্যটন দিবস।

সাধারণত প্রতিবছর সেপ্টেম্বরের প্রথমদিকে টেকনাফ -সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়ে থাকে। প্রতিবছর ন্যায় সেপ্টেম্বরের দিকে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও রয়েছে চলাচলের অনুমোদন নিয়ে নানান জটিলতা।

একদিকে বর্ষাকালীন ঝড়ো বাতাস, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ইত্যাদির সম্ভাবনাময় এখনো কাটে উঠেনি। অন্যদিকে মায়ানমার আরাকান রাজ্যের নির্যাতিত রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিষয়ক দুই দেশের সীমান্ত নাফনদীর মোহনায় ভয়ংকর টান টান উত্তেজনা বিরাজ করছে।

তবে পর্যটকবাহী জাহাজ চলাচল অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ হতে জানা যায়,
খুব শীগ্রই টেকনাফ – সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

অন্যদিকে বাংলাদেশ সীমান্তে নৌ-পথ চলাচল স্বাভাবিক করতে নাফনদী মোহনায় জেগে উঠা চরগুলোর খনন কাজও শুরু হবে বলে জানা যায়।