গত শনিবার (৯-৯-২০১৭) ওয়েস্ট কবিনা কান্ট্রি ক্লাবে রোহিঙ্গ্যা সম্প্রদায়কে নিধনের যে পরিকল্পনা মায়ানমার সরকার নিয়েছে তার বিরুদ্ধে কার্যকরী এবং কৌশলগত পদক্ষেপ নেবার লক্ষ্যে ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, কংগ্রেসম্যান এডওয়ার্ড রয়েস এর সাথে বৃহত্তর লস এঞ্জেলেসের মুসলিম নেতৃবৃন্দ এক মধ্যাহ্ন ভোজ আলোচনায় বসেন | উক্ত আলোচনা সভায় গ্রেটার লস এঞ্জেলেসের বাংলাদেশী কমুনিটির প্রতিনিধিত্ব করেন লস এঞ্জেলেস সিটি কমিশনার মুজিব সিদ্দিকী যিনি ২০১০ সালে লস এঞ্জেলেসে “লিটল বাংলাদেশ” প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন | টেক্সাস থেকে আগত রোহিংগাদের প্রাক্তন মন্ত্রী উ সেও মাউং (আব্দুর রাজ্জাক) তার সম্প্রদায়ের উপর অমানুষিক নির্যাতনের এক করুন ও প্রচ্ছন্ন চিত্র তুলে ধরেন |

রোহিঙ্গ্যা মুসলিমদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করার জন্য চেয়ারম্যান রয়েস সেপ্টেম্বর ৫ তারিখে উন সেন সু চির প্রতি কঠোর ভাষায় একটি পত্র পাঠান | উনার বক্তব্যে উনি কফি আনান সহ সবার সাথে কথা বলে রোহিঙ্গ্যা সমস্যা সমাধানের সর্ব প্রকার পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন | চেয়ারম্যান এর আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে আশা করা যাচ্ছে মার্কিন সরকার রোহিজ্ঞাদের নিরাপত্তা ও ভাগ্যউন্নয়নে নতুন ও কার্যকরী নীতিমালা প্রণয়নে সচেষ্ট হবেন |

জনাব সিদ্দিকী উনার বক্তব্যে এবং চেয়ারম্যান রয়েসের সাথে ব্যক্তিগতভাবে আলাপকালে বাংলাদেশের উপর ৩৭০,০০০ উদ্বাস্তুদের সীমাহীন চাপের কথা উল্লেখকরে এ সমস্যা সমাধানে মার্কিন সরকারের সব ধরণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন | চেয়ারম্যান রয়েস সুযোগ হলে রিফুজি ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ বিবেচনায় নিয়েছেন বলে আশ্বাস দেন | (উল্লেখ্য, মুজিব সিদ্দিকীর জন্ম কক্সবাজারের টেক পাড়ায়) | লিটল বাংলাদেশ ইম্প্রোভমেন্টস এর কার্যনির্বাহী পরিচালক তার সংগঠনের পক্ষথেকে রোহিঙ্গ্যা ও বাংলাদেশের জন্য সাহায্য ও সহযোগিতার স্বারক চেয়ারম্যানের হাতে প্রদান করেন | লিটল বাংলাদেশ ইম্প্রোভমেন্টস রোহিজ্ঞা প্রতিনিধিকে “বক্তার সম্মানী” ফি প্রদান করে |

এই আয়োজনের মূল সমন্বয়কারীরা ছিলেন ইন্টারফেইথ লিডার মোহাম্মদ খান ও ড: রিজভী |