সংবাদদাতা:
দেশের উত্তরাঞ্চলে চলমান বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন-চট্টগ্রাম ।

সংগঠনের আহবায়ক এহসান আল-কুতুবীর নেতৃত্বে একটি টিম ২৬ আগষ্ট চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের পথে রওয়ানা করেন । এ সময় পরিবর্তন-চট্টগ্রাম’র সাথে চট্টগ্রাম সরকারী সিটি কলেজ বিশ্বাবদ্যালয়ের বিসিএস চুড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি টিম একাত্বতা প্রকাশ করেন ।

সবার যৌথ উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় ভেলকা ২৮ আগষ্ট সোমবার ২০০ পরিবারের মাঝে চিড়া, চিনি, আটা, বিস্কুট, তৈল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ বিশ্বাবদ্যালয়ের বিসিএস চুড়ান্ত বর্ষের ছাত্র জুয়েল আহমেদ, স¤্রাট, ইফতেখার, মেহেদি, শফিক, সোনিয়া, শহীদ, ইশফাক, লাকী সোলতানা, রূবন, মাসুদ রানা, পরিবর্তন-চট্টগ্রাম’র সদস্য এম আজগর আলী, শাহিন আব্দুল লতিফ, সুন্দরগঞ্চ উপজেলা ছাত্র সমাজের সভাপতি মুহাম্মদ শাহসুলতান সরকার সুজন সহ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ।