সিবিএন ডেস্ক:
বাংলাদেশে থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ বিমান শেষ হজ ফ্লাইট পরিচালনা করবে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে। বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয় । বাংলাদেশে থেকে হজযাত্রী পরিবহন করছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি রাষ্ট্রায়ত্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ শনিবার শেষ ফ্লাইট হলেও সৌদি অ্যারাবিয়ান হজ ফ্লাইট পরিচালনা করবে ২৮ আগস্ট পর্যন্ত। এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজ যাত্রী বহন করবে। তবে শেষ পর্যন্ত ৯৯৩ জন হজ যাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি।
শনিবার রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি জানান,সব হজযাত্রী পরিবহনের জন্য বিমান সচেষ্ট। সব হজ যাত্রী যেন পৌঁছাতে পারেন এজন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবে আবেদন করা হয়েছে।