প্রেস বিজ্ঞপ্তি :
‘মাদকমুক্ত সমাজ গড়ি, বাল্যবিবাহ প্রতিরোধ করি’ এই শ্লোগান নিয়ে ২০১৪ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কক্সবাজারের চকরিয়ায় একঝাঁক তরুণ ও উদ্যোমী যুবকের স্বপ্নে প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন স্বাধীন মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক মানবতাবাদী কর্মকা- তথা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের রক্তদান এবং সমাজের যে কোন অন্যায়-অবিচার, অনাচার, মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ বিনির্মাণের আন্দোলনে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হয়ে জেলার সর্বশ্রেষ্ঠ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়ে অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নেয় এই সংগঠন। আগামী একবছরের জন্য নতুন করে সাত সদস্যের সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন আবুল মাছরুর। এর পর ৬ জন উপ-সমন্বয়ক নির্বাচিত হন যথাক্রমে সৌরভ মাহাবী, আসফি চৌধুরী, আবদুল আজিজ আজাদ (এবি আজাদ), আমিরুল ফয়েজ, ইমরান হোসেন নাঈম ও তানভীর হাসান রিফাত। স্বাধীন মঞ্চ’র স্থায়ী পরিষদ সমন্বয়ক দেলোয়ার হোছাইন, সদস্য যথাক্রমে জিয়া উদ্দিন জিয়া, বিপ্লব দাশগুপ্ত, আশরাফুল আরেফিন আসিফ, সাইফুল করিম শিমুল ও আদনান রামীম স্বাক্ষরিত নতুন কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয় গত ১ জুলাই ২০১৭ ইং। সংশ্লিষ্টদের আশা, অতীতের ন্যায় আগামীতেও স্বাধীন মঞ্চ’র আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একঝাঁক তরুণ ও উদ্যোমী যুবক তাদের ভিশন বাস্তবায়নের মাধ্যমে মানুষের মণিকোঠায় আরো বেশি স্থান করে নেবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।