বিশেষ প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলাধীন জালালাবাদ, চৌফলদন্ডী এবং পোকখালি ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পংকজ বড়ুয়ার সভাপতিত্বে রবিবার (৯ জুলাই) ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এ সময় তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের শীঘ্রই পুনর্ভাসন ও রাস্তা ঘাট সংস্কার করা হবে। বন্যা দুর্গত কোন মানুষ বর্তমান সরকারের সময়ে অনাহারে থাকবেনা। অতীতের মতো এবারও পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। যতদিন মানুষ আগের অবস্থানে ফিরে না আসবে ততোদিন ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। কোন মানুষ যেন বন্যায় কষ্ট না পায়, সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সজাগ রয়েছে।
এমপি কমল দুঃসময়ে মানুষের সেবায় এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য। দুর্দিনে অপরের পাশ দাঁড়ানোর সবার মানবিক দায়িত্ব। মানবিক কাজ নিয়ে কোন রাজনীতি নাই।
সাংসদ কমল আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সমুহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে। ইতোমধ্যে সরকারের এলজিআরডি ও ত্রাণমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকায় সংস্কারের কাজ শুরু কবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম শাকিব, চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন, জালালাবাদের প্যানেল চেয়ারম্যার ওসমান সরওয়ার আলম ডিপো, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এহছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, যুগ্ম-সম্পাদক মিজান, সহ-সম্পাদক মোঃ হারুন, চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক আরাফাত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংসদ কমলের একান্ত সচিব নিজানুর রহমান মিজান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক ও সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর ছিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুল হক, পোকখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান, সদর যুবলীগ নেতা রফিক, আমানু, পাভেজ, আনছার, সাইফুল, রামু যুবলীগ নেতা উত্তম মহাজন, আওয়ামীলীগ নেতা শাহাদত উল্লাহ, বশর, দানু মিয়া, ঈদগাহ সাংগঠনিক থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সেজান প্রমুখ।
এছাড়া এমপি কমল সকাল ১০ টায় বন্যা পরিস্থিতি বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বিশেষ সভায় মিলিত হন। এসময় রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ রামুর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।