হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
মাধ্যমিক স্কুলের একাডেমিক স্বীকৃতি দানের লক্ষ্যে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেছেন চট্রগ্রাম শিক্ষা বোর্ড প্রতিনিধি দল।
দুপুর ২টায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আব্দুল মুবিন, কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বিদ্যালয় উপ-পরিদর্শক আবুল মনসুর ভুইঁয়া, লেদার কৃতি সন্তান চট্টগ্রাম সরকারী কর্মাস কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল হোসাইনসহ চট্রগ্রাম শিক্ষা বোর্ড প্রতিনিধিদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নিম্মমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় উপপরিদর্শক আবুল মনসুর ভুইঁয়া সকলের উপস্থিতিতে স্বচক্ষে স্কুলের যাবতীয় কাগজপত্র পর্যালোচনা স্বাপেক্ষে সন্তুষ্ট হয়ে স্কুলে নবম-দশম শ্রেণীর পাঠদানের বিষয়ে আশ্বস্থ করেন। এসময় হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা, হ্নীলা আল ফালাহ একাডেমীর অধ্যক্ষ আলহাজ্ব নুরুল হোছাইন ছিদ্দিকী, হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম, কাঞ্জরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক জহির আহমদ, বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের অধ্যাপক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উল্লেখ্য, লেদা জুনিয়র হাইস্কুলটি ১৯৯৯ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর হতে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। বর্তমানে নবম-দশম শ্রেণীতে পাঠদানের একাডেমিক স্বীকৃতির লক্ষ্যে প্রতিনিধি দলের এই সফর বলে প্রধান শিক্ষক মাওঃ জামাল উদ্দিন জানান। এ স্বীকৃতি অর্জিত হলে অবহেলিত এলাকার দরিদ্র-অসহায় মানুষের ছেলে-মেয়েদের শিক্ষা লাভের দ্বার উম্মুক্ত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।