পরিবর্তন ডেস্ক:

বুধবার আলেপ্পো শহরের উত্তরে কথিত জঙ্গি সংগঠন আইএসের প্রধান যুদ্ধ পরিচালনাকারীসহ ১৩ জন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে। এদের মধ্যে দেশটির আইএস যুদ্ধপ্রধান আবু মুসাব আল-মাসরিও ছিলেন বলে দাবি করছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সূত্রে সিরিয়ার সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করলেও তারা জানাতে পারেনি কখন কোথায় আবু মুসাব আল-মাসরি নিহত হন।
জানা গিয়েছে, আলেপ্প শহরের পূর্ব প্রান্তে আইএস জঙ্গিদের সঙ্গে সিরীয় সেনাবাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গিনেতাসহ নিহত হন আবু মুসাবও। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের যুদ্ধ পরিচালনায় প্রধান ভূমিকা রাখতেন আবু মুসাব।
আবু মুসাবের আগের শীর্ষ নেতাও গত বছর সিরিয়ায় এক হামলায় নিহত হয়। পেন্টাগনের দাবী করে যে, আবু ওমর আল শিশানিকে তারা বিমান হামলার মাধ্যমে হত্যা করে। তবে আইএস গত জুলাইয়ে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও ইরাকে মসুল শহরে এক হামলায় নিহত হয়েছে বলে জানায়। সূত্র: এনডিটিভি