বার্তা পরিবেশক :
১মে সোমবার সকাল ১০টায় সৈকত পলিটেকনিক ইনিস্টিটিউট হল রুমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত এআইটি’র (একাডেমী অব ইনফরমেশন টেকনোলজি, কোড:৭৪০৪৩) কম্পিউটার ট্রেনিং ডিপার্টমেন্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন(ট্রেড কোড:০০৭৬) কোর্সের জানুয়ারী – মার্চ ২০১৭ সেশনের ফাইনাল টেস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০-১১টায় ১ম ধাপে পরীক্ষায় অংশগ্রহন করে ব্যাচ কোড ১৭০১,১৭০৩,১৭০৮,১৭০৯,১৭১২,১৭১৪।২য় ধাপে দুপুর ১২-১টায় ১৭০২,১৭০৪,১৭০৫,১৭০৬,১৭১১,১৭১৩ ব্যাচ কোডের সর্বমোট ১৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।উক্ত পরীক্ষা পরিদর্শন করেন কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জ্যোতি কর খীসা, সৈকত পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন , কক্সবাজার টেকনিক্যাল ইনিস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাকটর রাসেল মাহমুদ , সৈকত পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইন্সট্যাকটর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ।পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আনোয়ার জাহেদ। ইনভিজিলেটর ছিলেন এআইটি ট্রেইনার মোহাম্মদ কাসেদ , সোহানা ইসলাম ও ইসতিয়াক ফেরদৌস তিশাত। সার্বিক তত্বাবধানে ছিলেন এআইটির ডিরেক্টর নাজমুল করিম ফারুক ।
পরীক্ষা পরবর্তী ২য় অধিবেশনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কারিগরী শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে মুখ্য আলোচক হিসেবে কক্সবাজার টেকনিক্যাল ইনিস্টিটিউ এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জ্যোতি কর খীসা বলেন , কারিগরী শিক্ষায় শিক্ষিতরা চাকুরী ও জীবিকা অর্জনে বর্তমান বিশ্বে এগিয়ে আছে । আমাদেরও এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরী শিক্ষার উপর জোর দিতে হবে এবং গুনগত মান বাড়াতে হবে।