অনলাইন ডেস্ক :
বৈচিত্র্যের দেশ ভারতে রয়েছে বিভিন্ন ভাষা, সম্প্রদায়ের মানুষ৷বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের এমন অনেক আচার-অনুষ্ঠান রয়েছে যা হয়ত আমাদের পাশাপাশি ভিনগ্রহীদেরও অবাক করবে৷ তেমনই রাজস্থানের নায়িনওয়া অঞ্চলের বর্গনী, অর্নিয়া, হনুমান পুত্র, সুয়ালিয়া ও সেসোলা গ্রাম গুলিতে গেলে আপনি শুধু অবাকই হবেন না বরং আপনার মনে হতে পারে ‘এ কোথায় চলে এসেছি আমি!’

গ্রামে প্রবেশ করলে আপনাকে শুনতে হতে পারে ‘রাষ্ট্রপতি মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে৷’ বা ‘দরকারি জিনিষ কিনতে প্রধানমন্ত্রী শহরে গেছেন’ বা ‘ডাক্তার বাবু স্যামসং ও অ্যান্ড্রয়েডের জন্য ওষুধ দিন৷’ দেশের শীর্ষ স্তরে বসে থাকা ব্যক্তিত্ব, দামি ব্র্যান্ডের নাম গ্রামে ঢুকলেই শুনতে পাওয়া যাবে৷ রয়েছে স্যামসং, জিওনি, সিম কার্ড ইত্যাদী৷ প্রধানত মোঙ্গীয়া, কাঞ্জার, বাঞ্জারা সম্প্রদায় লোকেদের নিয়ে গঠিত রাজস্থানের এই গ্রামটির নাম রামনগর৷গ্রামে বসবাস করেন ৫০০ জন নাগরিক৷ যাদের নাম দেওয়া হয় দেশের শীর্ষ, খ্যাতনামা ব্যক্তি, নামীদামী ব্র্যান্ডের নামে৷গ্রামের বেশির ভাগ মানুষই অশিক্ষিত৷ জানা গিয়েছে, একবার গ্রামে একজন ডিসট্রিক্ট কালেক্টর এসেছিলেন৷একজন মহিলার তাকে দেখে এত পছন্দ হয়েছিল যে তার নাতির নাম কালেক্টর রেখে দেন তিনি৷

শিক্ষা ও জীবিকা না থাকার কারণে গ্রামের বেশির ভাগ মানুষই অসাধু, ক্রিমিনাল কাজের সঙ্গে জড়িত৷ ফলে তাদের মাঝে মাঝেই কোর্টে ও পুলিশ স্টেশনে যেতে হয়৷ ফলে সেই থেকে তাদের গ্রামে শুনতে পাওয়া যায় আইজি, এসপি, হাওয়ালদার নাম গুলো৷ এমনকি কংগ্রেসে অন্ধ ভক্ত গ্রামের শিক্ষক তার পরিবারের সদস্যদের নাম রেখেছেন সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা৷ একটি শিশু জন্মানোর সময় তার দাদু হাইকোর্টের মঞ্জুর করা জামিনে জেল থেকে মুক্তি পেয়েছিল৷ সেই থেকে ওই শিশুটির নাম হাইকোর্ট৷