আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে অবস্থিত আন নজির ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে শিক্ষক, শিক্ষার্থী ও আলেম–ওলামাদের উপস্থিতিতে দোয়া, মিলাদ, খতমে কোরআন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্থতা কামনা করা হয়।
আন নজির ইসলামিক সেন্টারের পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি বলেন, “দেশের এই ক্রান্তিকালে আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। তিনি ইসলামপ্রিয়, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এটাই আমাদের কামনা।”
তিনি আরও বলেন, “আন নজির ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী ও আলেম–ওলামা অংশ নেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষা পরিচালক হাফেজ, মাওলানা ও মুফতি রিদওয়ানুল হক।
অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, পাশাপাশি দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
