আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে যানবাহন তল্লাশির সময় শুকরের মাংসভর্তি বালতির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩ লিটার দেশি চোলাই মদসহ নুনু মারমা (৬০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত মংগা থুয়াই মারমার স্ত্রী নুনু মারমা (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, সকালে কক্সবাজারগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১-০২০৪) তল্লাশির সময় কে–৯ দল ও নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে থাকা শুকরের মাংসে ভরা প্লাস্টিকের বালতিতে সন্দেহজনক ঘ্রাণ শনাক্ত করে। মেঘলার সংকেত ও যাত্রীর অস্বাভাবিক আচরণ দেখে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বালতির নিচে লুকিয়ে রাখা ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ সময় শুকরের ১৯ কেজি মাংসও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র কঠোর অভিযান অব্যাহত থাকবে।
