মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান প্রধান অতিথির

উখিয়ায় র‌্যাব-১৫ এর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫ ১০:১১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


উখিয়া প্রতিনিধি :

সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূল ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য নয়) র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের দিকনির্দেশনা ও র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি–এর সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন— ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তরুণদের উদ্বুদ্ধ করতে সভায় অংশ নেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক জনাব মোবারক হোসেন এবং জনপ্রিয় সংগীতশিল্পী জনাব মালেক।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ বাসিন্দারা।
সভাটি সভাপতিত্ব করেন র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদক সেবন ও ব্যবসা থেকে সবাইকে ফিরে আসতে হবে। পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের জীবনকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।”
সভায় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে তিনি মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

সভাপতি লে. কর্নেল কামরুল হাসান বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়—এ জন্য প্রয়োজন তীব্র সামাজিক আন্দোলন।”
তিনি আরও বলেন, “পরিবারে যদি কেউ মাদক ব্যবসায় জড়িত থাকে, সন্তান-স্ত্রীকে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের টাকায় কেউ বড় হতে চায় না—এই বার্তাই ছড়িয়ে দিতে হবে সমাজে।”

সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বান জানান এবং উখিয়া ও আশপাশের এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন।