এম. মনছুর আলম, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইরাখালীর ছিড়াপাহাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মিয়ানমার সীমান্ত দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আনা ইয়াবাগুলো তারা চকরিয়া হয়ে চট্টগ্রামে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ দুটি দলে বিভক্ত হয়ে ছাইরাখালীর ছিড়াপাহাড় এলাকায় অভিযান চালায়। এতে ৮০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
