এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ সরবরাহে স্বচ্ছতা ও রোগীসেবা নিশ্চিত করতে দুটি পৃথক ফার্মেসির ওষুধের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ও ফার্মাসিস্ট মো. সরওয়ার আকতার স্বাক্ষরিত “ফার্মেসি নং–১” ও “ফার্মেসি নং–২” এর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, ফার্মেসি নং–১ থেকে সাধারণ বহির্বিভাগের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি অনুমোদিত ওষুধ পাবেন। এই তালিকায় রয়েছে প্যারাসিটামল, বি-কমপ্লেক্স, ওমিপ্রাজল, মেট্রোনিডাজল, সিপ্রোফ্লোক্সাসিন, সেফিক্সিম, অ্যামক্সিসিলিন, ফ্লামেক্স, জিংক, হিস্টাসিনসহ মোট ২৩ প্রকার ট্যাবলেট, ক্যাপসুল ও ক্রিম।

সিরাপের মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যামক্সিসিলিন, সিপ্রোফ্লোক্সাসিন, ফ্লুক্লক্সাসিলিন, মেট্রোনিডাজল ও আজিথ্রোমাইসিনসহ ৬ প্রকার সিরাপ।

অন্যদিকে, ফার্মেসি নং–২ এ থাকবে NCD (Non Communicable Disease) কর্নারের ওষুধ, যা শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হবে। এ তালিকায় রয়েছে মেটফরমিন, লোসারটান, অ্যামলোডিপিন, মন্টেলুকাস্ট, ডক্সোফাইলিন, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, সেডিল ও ওআরএসসহ ৯ প্রকার ওষুধ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকারি সরবরাহকৃত ওষুধের এই তালিকা নির্ধারণের মাধ্যমে চিকিৎসা সেবা আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি, কোনো প্রকার অনুমোদনবিহীন বা ব্যক্তিগত ওষুধ বিতরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. সরওয়ার আকতার বলেন, “সরকারি ওষুধ রোগীদের মাঝে সঠিকভাবে বিতরণের জন্য দুটি ফার্মেসির পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ওষুধ ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাবেন।”

স্বাস্থ্য বিভাগ আশা করছে, নতুন এই পদক্ষেপের মাধ্যমে উখিয়া উপজেলার সাধারণ মানুষ সরকারি ওষুধ সেবায় আরও আস্থা ও সুবিধা পাবেন।