সিবিএন ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবার (১০ অক্টোবর) দাবি করেছেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে তার পরই সংসদ নির্বাচন আয়োজন করা উচিত। তিনি বলেছেন, এ শর্ত না মানলে আন্দোলন চলতেই থাকবে।

জাতীয় মসজিদ বৈতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাওলানা মামুনুল ৫ দফা দাবি উত্থাপন করেন — যার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন আয়োজন। একই সঙ্গে তিনি রাষ্টপতির আদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সময় প্রাসঙ্গিক রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা ২৪’র বিরোধী, তারা ৭২’র বাকশালী সংবিধানের পক্ষ-অবলম্বনকারী বলে বিবেচিত হবে।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদের মূল উৎপাটন না করা ও পুনরায় ফ্যাসিবাদ জন্ম নেবার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম বন্ধ করা হবে না।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্ধারিত দাবিদলীয় বিন্যাস মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ দেখানো হয়।