এম. মনছুর আলম, চকরিয়া:
বৃষ্টি-বাদল উপেক্ষা করে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ‘গণতন্ত্রের সম্মেলন’ হিসেবে আখ্যায়িত করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “যে দেশে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান আছেন, সে দেশে ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবেই।”

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ষড়যন্ত্রের মাধ্যমে একটি বৃহৎ দেশের মানুষকে কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু এখন বাংলাদেশে গণতন্ত্রের জন্য নতুন অধ্যায় শুরু হয়েছে।”
তিনি দাবি করেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, “পিআর ব্যবস্থায় মানুষ কেবল মার্কায় ভোট দেয়, এমপি কে হবে তা জানে না। বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও সঞ্চালনা করেন সদস্য সচিব এম মোবারক আলী। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট হাসিনা আহমেদ, এডভোকেট শামিম আরা স্বপ্না, আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, জামিল ইব্রাহীম চৌধুরী, ইউছুফ বদরী, নুরুল ইসলাম হায়দার, অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজীসহ আরও অনেকে।

দীর্ঘ পাঁচ বছর পর আয়োজিত এ সম্মেলনে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।
