নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতার প্রবাসীর কাছে চাঁদা দাবির অডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অডিওটি প্রকাশ্যে আসতেই উপজেলা জুড়ে শুরু হয় তোলপাড়। তীব্র সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার মুখে অভিযুক্ত সরওয়ার কামালের দলীয় পদ এবং যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে ইউনিয়ন বিএনপি।
ভাইরাল হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ছাত্রলীগ কর্মী রায়হান এবং একই ওয়ার্ডের উত্তর শাখা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সরওয়ার কামালের কথোপকথন।
কথোপকথনের এক পর্যায়ে রায়হানকে বলতে শোনা যায়, “সরওয়ার ভাই, লোকমুখে শুনছি আপনি নাকি আমায় ধরিয়ে দিবেন।” এর উত্তরে সরওয়ার কামাল স্থানীয় বিএনপি ও কৃষকদল নেতাদের নাম ভাঙিয়ে রায়হানের কাছ থেকে চাঁদা দাবি করেন। তিনি আরও আশ্বাস দেন, “টাকা দিলে তোমার কোনো সমস্যা হবে না।”
২৩ আগস্ট (শনিবার) ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরওয়ার কামালের দলীয় পদ ও যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরওয়ার কামালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শনিবার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঈদগাঁও ও আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরওয়ার কামালের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য ও কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছেন।
