এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় একই পরিবারের ৭ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ সাইমুন ইসলাম (২৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

ডাকাতির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালুমঘাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মালুমঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ মিয়ার (২৮) বাড়িতে গভীর রাতে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ওই সময় বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ডালাইয়ের কাজ করছিলেন, ফলে বাড়ির দরজা খোলা ছিল এবং সবাই জেগে ছিলেন।

দরজা খোলা থাকার সুযোগে ডাকাতদল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে এক কক্ষে আটকে ফেলে। পরে তারা আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার (চেইন, আংটি, হার), প্রায় পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে নেয়। ডাকাত আসছে বুঝতে পেরে বাড়ির সদস্যরা চিৎকার করলে ডাকাতরা তাদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে বন্দুকের বাট খুলে মাটিতে পড়ে যায়।

হামলায় পরিবারের ৭ জন নারী ও পুরুষ গুরুতর আহত হন। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী আরিফ মিয়া জানান, তিনি চট্টগ্রামের মোস্তফা হাকিম গ্রুপে চাকরি করেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে ছুটে গেলে ডাকাতরা তাকেও মারধর করে।

তিনি আরও জানান, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে চকরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ সাইমুন ইসলাম নামে একজনকে আটক করে। আরিফ মিয়া জানান, গ্রেফতার সাইমুনসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মালুমঘাট এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।