এম.মনছুর আলম,চকরিয়া

কক্সবাজারের চকরিয়া থানার হাজত কক্ষে দুর্জয় চৌধুরী (২৭)নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে যেকোনো একটি সময়ে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যা করা যুবক দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়া এলাকার কমল চৌধুরীর পুত্র।

শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব থানা হাজত থেকে তাঁর লাশটি উদ্ধার করেন।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার রাতে দুর্জয় চৌধুরীকে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ নিয়ে সোপর্দ করেন। কিন্তু ভোররাতে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.জসীম উদ্দিন বলেন, থানা হাজতে দুর্জয় চৌধুরী নামে এক ব্যক্তি আত্মহত্যা করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এ ঘটনায় থানা দায়িত্বরত পুলিশের কোন ধরনের গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ আত্মহত্যার ঘটনার ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান