সিবিএন ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ীর একটি বিশেষ দল মহেশখালী থানার ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ও সন্ত্রাস দমনে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।