নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকালে বদরখালীস্থ মাতামুহুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বদরখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মাতামুহুরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহিদুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা জমিরের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এম. আলী আকবর, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রেজবী খান, সাইফুল ইসলাম, সালাহউদ্দিন বাদল, আবু ছালেহ এমইউপি, মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন লিটন এবং সদস্য সচিব আবু হানিফ মোহাম্মদ নোমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এদিকে র‌্যালি শুরুর আগেই বাদ্যযন্ত্র বাজিয়ে মাতামুহুরী স্বেচ্ছাসেবকদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয়। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল র‌্যালিতে রূপ নেয়।

সভায় বক্তারা বলেন, দলের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তাঁরা।