পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাস্তবায়িত ‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ (Transforming Lives Through Nutrition) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই সভা আয়োজিত হয়। আইডিই বাংলাদেশ পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য হলো—পুষ্টি, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে বাজার উন্নয়নের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। প্রকল্পটি পেকুয়াসহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক বিমল কুমার প্রামাণিক এবং অতিরিক্ত পরিচালক মৌসুমি পাল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জয় প্রকাশ চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, আইডিই এর ফিল্ড টিম লিডার জ্যোতিময় মজুমদার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আনোয়ার হোছাইন, মার্কেট ফ্যাসিলিটেটর মুজিবুল ইসলামসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয়ভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, যারা কমিউনিটিতে পুষ্টি ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত নানা কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই প্রকল্প প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন,”এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা যেমন বাড়ছে, তেমনি নতুন উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তারা কমিউনিটির অন্যদেরও সেবা দিচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক। এই ধরনের উদ্যোগ এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আইডিই বাংলাদেশ কর্তৃপক্ষ জানান, এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র স্বাস্থ্য ও পুষ্টিই নয়, বরং নারীর ক্ষমতায়ন, যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, কৃষি-পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বাজার ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে।সভায় উপস্থিত উদ্যোক্তারা জানান, তারা এই প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেয়েছেন, যা তাদের পরিবার ও কমিউনিটিকে সেবাদানে সক্ষম করেছে। একাধিক উপকারভোগী বলেন, প্রকল্প থেকে পাওয়া সহায়তা তাদের জীবনমান পরিবর্তনে মুখ্য ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ প্রকল্পটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা iDE (International Development Enterprises) কর্তৃক পরিচালিত একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী কৌশল গ্রহণ করেছে।