সংবাদ বিজ্ঞপ্তি
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ধারক-বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল এই র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালুর দোকান এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর। বক্তব্যে তিনি বলেন ,বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, যাতে ভন্ডুল হয়ে যায়, সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড.মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমন এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবছার কালাম, রাশেদুল হক রাশেদ , আবদুর রহিম , শাহীনুল হক লিমন , ওবাইদুল হক মুন্না, আনছারুল হক, জরিফ আলী , সুলাইমান বাদশা , রিজভী খান , আকতার নুর , রফিকুল ইসলাম অপি , মোহাম্মদ আবদুল্লাহ আয়ান , কাউসার হাবিব ত্বকি ,দপ্তরের দায়িত্বে আবদুল্লাহ আল আমিন , সহ দপ্তর জাফর আলম ও সাইফুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় গত ১৭ বছর ন্যায় আগামীতে জেলা স্বেচ্ছাসেবক দল সব সময় রাজপথে ছিল এবং থাকবে। আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন পরিচালনা করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উক্ত র্যালি ও সমাবেশে কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা, উখিয়া উপজেলা, রামু উপজেলা,ঈদগাও উপজেলা , মহেশখালী উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।
