সিবিএন ডেস্ক;

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন জানান, আটক মোহাম্মদ কাউছার (২৮) পালংখালীর নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার সীমান্ত এলাকায় মাদক পাচার বেড়ে যাওয়ায় বিজিবি টহল জোরদার করেছে। এর অংশ হিসেবে সোমবার রাতে ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা মিয়ানমার দিক থেকে আসা এক সন্দেহজনক ব্যক্তিকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার দেহে গেঞ্জি দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।