মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের প্রবীণ আয়কর আইনজীবী অ্যাডভোকেট ছৈয়দুল হক আর নেই। সোমবার (১৮ আগস্ট) রাত ৯ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুমের নিকটাত্মীয় মুহাম্মদ ফেরদাউস এ তথ্য জানিয়েছেন।
মরহুম অ্যাডভোকেট ছৈয়দুল হক কক্সবাজার শহরের রুমালিয়ার ছরার বাসিন্দা এবং সুদীর্ঘ অর্ধ্ব শতাব্দী ধরে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারে আয়কর আইন পেশায় জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ট্যাক্স বার এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি এবং কক্সবাজার ট্যাক্স বার এসোসিয়েশন এর আমৃত্যু সভাপতি ছিলেন। স্বনামধন্য এই আইনজীবী মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, চার কণ্যা, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর ২ কণ্যাও আইনজীবী। অ্যাডভোকেট ছৈয়দুল হক কক্সবাজার শহরের রুমালিয়ার ছরার মরহুম হাজী ছিদ্দিক আহমদ এর জ্যেষ্ঠ জামাতা।
জানাজা :
অ্যাডভোকেট ছৈয়দুল হক এর প্রথম নামাজে জানাজা মঙ্গলবার (১৯ আগস্ট) জোহরের নামাজের পর কক্সবাজার শহরের হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা একইদিন আসরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি ঈদগাহ উপজেলার মেহেরঘোনা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে মুহাম্মদ ফেরদাউস জানিয়েছেন।
