আব্দুস সালাম, টেকনাফ:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ এবং সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক গিয়াস উদ্দিন ও টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সভাশেষে দুইজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলা ও অন্যান্য প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

ইউএনও শেখ এহসান উদ্দিন সভায় বলেন, “নাফনদী থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির সদস্যরা। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখল রয়েছে। তাই জেলেরা নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না।” তিনি আরও জানান, দুই-তিন মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।