মো. শহিদুল ইসলাম (শহিদ), কক্সবাজার ;

কক্সবাজার শহরের পানবাজার সড়কে সাংবাদিক শহিদুল ইসলামের উপর হামলা ও ছিনতাইচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আসামি নাহিয়ান নুর নাবিলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ী ও জনতার সহায়তায় নাহিয়ান নুর নাবিল ও আসমা সুলতানাকে আটক করা হয়। পরে সাংবাদিক শহিদুল ইসলাম কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন।

আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় সাংবাদিক সমাজ স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেছেন, সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত চার্জশিট দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সাংবাদিকরা মনে করেন, ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে এগিয়ে না এলে গাজীপুরের সাংবাদিক তুহীন হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা কক্সবাজারেও ঘটতে পারত।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারে পর্যটনের সুনাম ধরে রাখতে হলে শহরের অপরাধচক্র নিয়ন্ত্রণে আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।