সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র এলাকা থেকে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের সময় ৫০০ বস্তা আলুসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্য পাচার করে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদক আনছে। এ সময় ট্রলার তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের আলু জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির বিনিময়ে তারা আরাকান আর্মির মাধ্যমে মাদক দেশে আনে। পরবর্তীতে বিভ্রান্তি ছড়ানোর জন্য নিজেদের আটক বা অপহরণের ভুয়া তথ্য প্রচার করে গোপনে দেশে প্রবেশ করে মাদক সরবরাহ করতো।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত আলু, ট্রলার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।