সিবিএন ডেস্ক ;

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক থেকে ১০ ঘণ্টা পর অবরোধ সরিয়ে নিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। তবে রাতের দিকে তা প্রত্যাহার করেন।

চাকরিচ্যুত শিক্ষক ফারজানা আক্তার জানান, এনজিও পরিচালিত ক্যাম্পের স্কুলগুলো থেকে একযোগে ১ হাজার ২৫০ শিক্ষককে বিনা কারণে ছাঁটাই করা হয়। দাবি আদায়ে তারা পূর্বেও আন্দোলন করেছিলেন, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছিলেন।

তিনি আরও বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আজকের মতো অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে দাবি না মানা হলে আন্দোলন আবারও চলবে।

এ বিষয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী প্রশাসন ও এনজিও সংশ্লিষ্টদের প্রতি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, শিক্ষকরা নিজেরাই অবরোধ সরিয়ে নিয়েছেন। তাদের সমস্যার বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।