আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস বার্মিজ থানাকাসহ এক যুবককে আটক করেছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ওইদিন বিকেল ২টার দিকে তুমব্রু বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে টিভি টাওয়ার নামক এলাকায় অভিযান চালায়। এ সময় তারা মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১০৫ পিস বার্মিজ থানাকাসহ একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. রশিদ (২৭), পিতা- আ. শুক্কুর। তিনি ক্যাম্প-২এইচ, ব্লক নং-এ/৫-এ বসবাস করেন। অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি, জব্দ করা থানাকা ও অটোরিকশা প্রচলিত আইনে মামলা দায়ের সাপেক্ষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বার্মিজ থানাকা অবৈধভাবে মিয়ানমার থেকে দেশে প্রবেশ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টানা অভিযানে একাধিকবার অবৈধ পণ্য ও মাদক জব্দের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।