আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ঈদগাঁও বাসস্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো. ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি ও তাহসিন মেহেরাব শাওন।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড দিন দিন বেড়ে চলেছে। এ পরিস্থিতির অবসান ঘটাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিনসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পরে বক্তারা দেশের সব সাংবাদিককে নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
