কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্র ও সিন্ডিকেট বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-১৫। এ সময় ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাম্প্রতিক সময়ে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ ও সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরমভাবে হয়রানির শিকার হচ্ছিলেন এসব দালাল চক্রের কারণে। তারা সহজ-সরল মানুষের কাছ থেকে সরকারি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করছিল এবং সেবা কার্যক্রমে বাধা সৃষ্টি করছিল। এতে জনগণের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল।

এই পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব মহাপরিচালকের নির্দেশে ও র‌্যাব-১৫ এর অধিনায়ক এর সার্বিক তত্ত্বাবধানে ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

অভিযানকালে নিচের ৪ জন দালালকে হাতেনাতে আটক করা হয়: মো. নুরু উদ্দিন (২৭)- পিতা: মোস্তাক, মাতা: শাহজাদা বেগম; পূর্ব ঘোনাপাড়া, কক্সবাজার সদর, আবুল বাশার (৫১) – পিতা: মকতুল হোসেন, মাতা: মৃত মরিয়ম; বৌদ্ধর খোলা, কক্সবাজার সদর, বিপ্লব বড়ুয়া (৩০) – পিতা: অলঙ্গ বড়ুয়া, মাতা: দিপালী বড়ুয়া; খুরুলিয়া, কক্সবাজার সদর, পলাশ (৪২) – পিতা: খোকা, মাতা: রজনী দে; গরুঘাটা, মহেশখালী।

এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১৫ জানিয়েছে, সাধারণ মানুষের মৌলিক সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে এই ধরনের প্রতারক ও দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে নাগরিকদের সচেতনতা ও তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।