আবুল কাশেম, রামু;

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের রামুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রামু বাইপাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামু কে.জি. স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

বিজয় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফোরকান আহাম্মদ, সদস্য মেরাজ আহমদ মাহিন চৌধুরী এবং ফয়সাল কাদের। মিছিলে উপজেলার ১১ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত অন্য নেতাদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল সিকদার, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার শাকিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রচণ্ড গরমে কয়েকজন নেতাকর্মী অজ্ঞান হয়ে পড়লে, তাৎক্ষণিকভাবে রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তাদের খোঁজ নিতে ও চিকিৎসার ব্যবস্থা করতে।