সিবিএন ডেস্ক ;

কক্সবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বিশেষ অভিযান চালিয়ে আচার ও অ্যালোভেরার কৌটার ভেতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মো. বাহা উদ্দিন (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়, যিনি পার্সেলটির মালিক বলে জানা গেছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকায় অবস্থিত ‘সদাগর এক্সপ্রেস লিমিটেড’ নামক কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে চাউল বাজার এলাকার ‘পারভেজ স্টোর’ নামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত বাহা উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানেই ব্যবসা পরিচালনা করছেন।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদাগর এক্সপ্রেসে রাখা একটি পার্সেল থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পার্সেলটিতে বিভিন্ন ধরনের আচার, বাদাম এবং ‘অ্যালোভেরা থানাকা’ লেখা দুটি কৌটার ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকানো ছিল।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও পার্সেল বুকিং সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ইয়াবার প্রকৃত মালিক হিসেবে বাহা উদ্দিনকে শনাক্ত করা হয় এবং তার মালিকানাধীন পারভেজ স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।