নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ চার নেতা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। একই সময় সেখানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, এনসিপির নেতাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী ও তাসনিম জারা।
প্রসঙ্গত, আজ (৫ আগস্ট) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে ব্যাপক গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। এর পরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
